South 24 Parganas News Today: সোমবার থেকে অচল জলপথ! ভেসেল ধর্মঘটে নিত্যযাত্রীদের চরম ভগান্তি!

দুই দফা দাবি কে সামনে রেখে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের জলপথের সমস্ত শাখার শ্রমিকেরা।

Share this Video

দুই দফা দাবি কে সামনে রেখে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ভেসেল বন্ধের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের জলপথের সমস্ত শাখার শ্রমিকেরা। মূলত তাদের দাবি সরকারের সহোষিত বেতন পরিকাঠামো চালু ও ঠিকাদারি প্রথা বাতিল ও সকল কর্মীকে সংস্থার নিজস্ব চুক্তিতে নিয়োগ। এর জেরে সমস্যার মুখে নিত্যযাত্রীরা।

Related Video