সংক্ষিপ্ত

রাজ্যে অনলাইনে বাড়ি ও সম্পত্তির কর জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। পঞ্চায়েতে ক্যারেক্টার সহ ৬টি সার্টিফিকেটও অনলাইনে পাওয়া যাবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষও স্মার্টফোন দিয়ে এই সুবিধা নিতে পারবেন।

রাজ্যে গত বছরের শেষের সময় থেকেই চালু হয়েছিল অনলাইনে বাড়ি ও সম্পত্তির কর জমা দেওয়ার কাজ। রাজ্যের বিভিন্ন এলাকায় এবার নিজের বাড়ি ও সম্পত্তির কর নিজেকেই অনলাইনে জমা দিতে হবে। এমনটাই নিয়ম জারি করেছিল নবান্ন।কীভাবে এই কর জমা দেওয়া হবে, এই নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার এই বিষয়ে বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেন। এমনকী পঞ্চায়েত দফতরেও আলোচনা করে অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার শুধু কর নয় আরও নয়া বেশ কিছু কাজ করা যাবে অনলাইনে। এবার থেকে অনলাইনে ক্যারেক্টার থেকে ডিসট্যান্স মোট ছয় ধরনের সার্টিফিকেট অনলাইনে করা যাবে। যাতে খুব সহজেই কোনও অফিস অফিস না ঘুরে বেড়িয়ে বাড়িতে বসে ফোন থেকেই এই কাজগুলি করা যায়। এছাড়া সময়ও অনেকটা বাঁচে। কারণ এখন মানুষের কাছে সময়টা বেশ দামী। আর এই সময়টাই মানুষের হাতে খুব কম।

অনলাইনে এই কাজগুলো করার এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকের মনেই ভাবনা ছিল যে এইকাজগুলি কীভাবে করা হবে। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যেভাবে শহরতলীর মানুষরা অনলাইনে বেশিরভাগ কাজ করেন, এবার থেকে পঞ্চায়েত এলাকার মানুষরাও একইভাবে অনলাইনে এই ধরনের কাজগুলি করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিকে পরীক্ষামূলকভাবেই এই পদ্ধতিতে কর নেওয়া চালু হবে। যদি সব কিছু ঠিক থাকে তবে এরপর থেকে তা পাকাপাকি ভাবে চালু করা হবে।

কারণ এখন প্রত্যন্ত অঞ্চলগুলোতেও বর্তমানে প্রায় প্রতিটি পরিবারে রয়েছে অন্তত একটি করে স্মার্টফোন। আর এই ফোনের ব্যবহার করেই অনলাইন থেকে এই কাজগুলো করা যাবে।