
Nadia Latest News: ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত বাসের ধাক্কায় মুহূর্তেই ছিন্নভিন্ন হাত, আতঙ্কে একাধিক যাত্রী
নদীয়ার চাপড়ায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় বাদ গেল দুই ব্যক্তির একটি করে হাত। সূত্রের খবর একটি করে হাত বের করে বসে ছিলেন দুজন। একটি বাস তাঁদের হাতে ধাক্কা মারলে তাঁদের দুটি হাত দেহ থেকে বাদ চলে যায়।
নদীয়ার চাপড়ায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় বাদ গেল দুই ব্যক্তির একটি করে হাত। সূত্রের খবর একটি করে হাত বের করে বসে ছিলেন দুজন। একটি বাস তাঁদের হাতে ধাক্কা মারলে তাঁদের দুটি হাত দেহ থেকে বাদ চলে যায়। দুই আহতদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।