শীতের মরসুমে ব্যাপক ফলন হয় রসুনের, সাগরপাড়ায় বিঘার পর বিঘা জমিতে জোর কদমে চলছে রসুন রোপণের কাজ
এবছর শীতের মরসুম আসতে না আসতেই রসুন রোপণের কাজে লেগে পড়েছে চাষিরা, মুর্শিদাবাদের সাগরপাড়ার বিভিন্ন এলাকায় জোর কদমে চলছে রসুন রোপণের কাজ।
শীত মরসুমে ব্যাপক ফলন হয় রসুনের | কার্তিক মাসে ফসল রোপণ হয়, ফাল্গুন মাসে তোলা হয় ফসল | বিঘা প্রতি জমিতে ফসল করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয় | ভালো ফলন হলে বিঘা পিছু ১৫ থেকে ২০ কুইন্টাল রসুন হয় | এবছর শীতের মরসুম আসতে না আসতেই রসুন রোপণের কাজে লেগে পড়েছে চাষিরা | মুর্শিদাবাদের সাগরপাড়ার বিভিন্ন এলাকায় জোর কদমে চলছে রসুন রোপণের কাজ