- Home
- West Bengal
- West Bengal News
- মায়াপুর ইসকন মন্দিরে পালন হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসব, হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে পাঠ করা হল গীতা

মায়াপুর ইসকন মন্দিরে পালন হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসব, হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে পাঠ করা হল গীতা
নদীয়ার মায়াপুরে পালিত হল গীতা জয়ন্তী মহোৎসব, আজ ছিল এই অনুষ্ঠানের সমাপ্তি দিবস । দেশ এবং বিদেশের সমস্ত ভক্তরাই সংস্কৃতে গীতা পাঠ করলেন মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে ।
নদীয়ার মায়াপুরে পালিত হল গীতা জয়ন্তী মহোৎসব, আজ ছিল এই অনুষ্ঠানের সমাপ্তি দিবস । দেশ এবং বিদেশের সমস্ত ভক্তরাই সংস্কৃতে গীতা পাঠ করলেন মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে । এই গীতা জয়ন্তী উৎসব সাতদিনব্যাপী চলে | উৎসবের শুরুর দিন থেকে সমাপ্তির দিন পর্যন্ত ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো | শেষ দিনে গীতা পাঠ ছাড়াও ছিল একাধিক অনুষ্ঠান ও কর্মসূচি | জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই গীতা পাঠ করেন বলে জানা গিয়েছে |