মায়াপুর ইসকন মন্দিরে পালন হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসব, হাজার হাজার ভক্তের সমবেত কন্ঠে পাঠ করা হল গীতা

নদীয়ার মায়াপুরে পালিত হল গীতা জয়ন্তী মহোৎসব, আজ ছিল এই অনুষ্ঠানের সমাপ্তি দিবস । দেশ এবং বিদেশের সমস্ত ভক্তরাই সংস্কৃতে গীতা পাঠ করলেন মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে ।

/ Updated: Dec 03 2022, 11:08 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নদীয়ার মায়াপুরে পালিত হল গীতা জয়ন্তী মহোৎসব, আজ ছিল এই অনুষ্ঠানের সমাপ্তি দিবস । দেশ এবং বিদেশের সমস্ত ভক্তরাই সংস্কৃতে গীতা পাঠ করলেন মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে । এই গীতা জয়ন্তী উৎসব সাতদিনব্যাপী চলে | উৎসবের শুরুর দিন থেকে সমাপ্তির দিন পর্যন্ত ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো | শেষ দিনে গীতা পাঠ ছাড়াও ছিল একাধিক অনুষ্ঠান ও কর্মসূচি | জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই গীতা পাঠ করেন বলে জানা গিয়েছে |