সংক্ষিপ্ত

এখানেও রয়েছে বড় চমক। হৈমন্তীর আসল নামটি জানতেনই না গোপাল দলপতির মা। তিনি বউমাকে চিনতেন অন্য একটি নামে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে চলতি বছরে সপ্তাহে সপ্তাহে বদলে যাচ্ছে মূল ফোকাস। হুগলির যুবনেতার ঘনিষ্ঠ গোপাল দলপতিই যে নাম বদলে হয়েছিলেন আরমান গঙ্গোপাধ্যায়, সেই সন্দেহে শিলমোহর বসিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, এই আরমানের সঙ্গে জুড়ে আছে আর এক ‘রহস্যময়ী’-র নাম। তিনি হলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়।

তদন্তে দেখা গেছে, যে গোপালের আদতে ২টো নাম এবং ২টো নামেরই ভিন্ন ভিন্ন পরিচয়পত্র, সেই গোপাল নিজের জীবনযাপনের ক্ষেত্রেও আসলে ছিলেন ২টো ভিন্ন প্রকৃতির মানুষ। না, এখানে পারসোনালিটি ডিসঅর্ডারের কথা হচ্ছে না। গোপাল দলপতি নিজের কুকীর্তি ঢাকতেই দুটি ভিন্ন ব্যক্তিত্ব নিয়ে চলতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁর আরমান গঙ্গোপাধ্যায় পরিচিতির সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন ‘স্ত্রী’ হৈমন্তী গঙ্গোপাধ্যায়। কুন্তল দাবি করেছেন যে, হৈমন্তীই গোপালের স্ত্রী। অন্যদিকে, হাওড়ার সাঁকরাইলে বসবাসকারী হৈমন্তীর মা দাবি করেছেন যে, আরমানের সঙ্গে তাঁর মেয়ের ডিভোর্স হয়ে গেছে অনেকদিন আগেই। আর, গোপাল দলপতির মা কী বলছেন?

কোর্টে গোপাল দলপতি যে নাম বদলে আরমান গঙ্গোপাধ্যায় হয়েছেন, তা একেবারেই জানেন না গোপালের গ্রামে বসবাসকারী বৃদ্ধা মা। হৈমন্তীকে বিয়ে করার পর খুব-একটা গ্রামে আসতেন না গোপাল। গ্রামবাসীদের বক্তব্য, স্ত্রীর ইচ্ছেতেই তিনি বারবার শহরে ফিরে যেতেন। গোপালের মা জানিয়েছেন, তাঁর বউমা খুবই কম আসতেন তাঁর বাড়িতে। হৈমন্তী আদতে বাঁকুড়ার মেয়ে হলেও নিজের শাশুড়ির সাথে কোনওদিনই বাড়ির লোকের আলাপ করাননি বলে দাবি বৃদ্ধার। কিন্তু, এখানেও রয়েছে বড় চমক। হৈমন্তীর আসল নামটি জানতেনই না গোপাল দলপতির মা। তিনি নিজের বউমাকে ‘সাথী’ নামেই চিনতেন বলে জানিয়েছেন। রবিবার নিজের গ্রামের বাড়িতে এলেও চলতি সপ্তাহের সোমবার থেকে মায়ের সাথে আর কোনও যোগাযোগ করেননি গোপাল।

হৈমন্তী নামের অ্যাকাউন্ট থেকে হাতবদল হয়ে টাকা ঢুকেছে আরমান গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টে। এই লেনদেন চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত চলেছে বলে প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০১৬ সালে বড়বাজার এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কে আরমান গঙ্গোপাধ্যায় নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন গোপাল দলপতি। সেখানেই নমিনিতে নাম রেখেছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। সেখান থেকে যদি চলতি বছরেও টাকা লেনদেন হয়ে থাকে, তাহলে ডিভোর্স হল কবে? গোপালের সঙ্গে তাঁর যোগাযোগ যে অব্যাহতই রয়েছে, সেই সন্দেহে অনেকখানি দৃঢ় রয়েছে সিবিআই।

আরও পড়ুন-
হৈমন্তীও নেই, গোপালও অধরা! অথচ টাকা ঢুকছে আরমানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কতদূর এগিয়েছে আর্থিক কেলেঙ্কারির শেকড়?
তরুণীর মাথা থেকে শরীর কেটে টুকরো টুকরো করে জঙ্গলে ফেলে এল বাবা, ভারতে নৃশংস হত্যাকাণ্ডের চূড়ান্ত নজির
পশ্চিমবঙ্গে তৃতীয় লিঙ্গের মানুষদের বড় জয়, সরকারি চাকরির জন্য আবেদন করা যাবে কলকাতা পুলিশে