- Home
- West Bengal
- West Bengal News
- Government Holiday: দারুণ খবর সরকারি কর্মীদের জন্য, মে মাসে মিলবে টানা চারদিন ছুটি
Government Holiday: দারুণ খবর সরকারি কর্মীদের জন্য, মে মাসে মিলবে টানা চারদিন ছুটি
Government Holiday: ২০২৫ সালের মে মাসে সরকারি কর্মীরা তিনটি বাড়তি ছুটি পেতে চলেছেন। রবীন্দ্রজয়ন্তী এবং বুদ্ধ পূর্ণিমার ছুটি সহ মে দিবসের ছুটিও উপভোগ করতে পারবেন। ঐচ্ছিক ছুটি নিয়ে ৯ই মে থেকে ১২ই মে পর্যন্ত টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ।

ফের স্বস্তির খবর এল সরকারি কর্মীদের (Government Employees) জন্য। প্রকাশ্যে এল তাদের ছুটির তালিকা।
মার্চ এপ্রিলের পর মে মাসেও বাড়তি ছুটি পেতে চলেছেন এ রাজ্যের সকল সরকারি কর্মীরা (Government Employees) ।
মে মাসেও রয়েছে কদিনের ছুটি। আর ছুটিতে আপনি প্ল্যান করে ছোট ট্রিপ (Trip) করে আসতে পারেন।
প্রতি বছর গরমের ছুটির (Summer Vacation) কারণে সরকারি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। এবছর বন্ধ থাকবে সরকারি অফিস।
২০২৫ সালে মে মাসে থাকছে বাড়তি তিনটি ছুটি। যা পেতে পারেন সরকারি দফতরের কর্মীরা (Government Employees) ।
২০২৫ সালের মে মাসের প্রথম দিনই ছিল ছুটি। ছিল ১ মে অর্থাৎ মে দিবসের (May Day) ছুটি।
এবার ছুটি পাবেন ৯ মে। রবীন্দ্রজয়ন্তীর দিন। শুক্রবার পড়েছে রবীন্দ্রজয়ন্তী। ফলে শুক্রবার, শনিবার ও রবিবার এই তিন দিনের ট্রিপ করে নিতেই পারেন।
তারপর মিলবে বুদ্ধ পূর্ণিমার ছুটি। ১২ মে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা পড়েছ সোমবার।
যদি রবীন্দ্রজয়ন্তীর পর দিন অর্থাৎ ১০ মে শনিবার ছুটি নিয়ে নেন তাহলে শুক্রবার থেকে সোমবার বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত টানা ছুটি পেতে পারেন।
৯ মে থেকে ১২ মে পর্যন্ত টানা ৪ দিনের ছুটিতে চাইলে কোথাও বেড়িয়েই আসতে পারেন।
এই ছুটি পাবে বোর্ড, কর্পোরেশন, পুরসভা সহ সমস্ত সরকারি অফিসের কর্মীরা।
তেমনই সরকারি স্কুল (School), কলেজ (College) এবং কাছারি টানা ৪ দিন থাকবে বন্ধ।

