স্কুলের ভিতরেই মুদিখানার দোকান, অভিযোগের তিরে তৃণমূলের ব্লক সভাপতি
তৃণমূলের ব্লক সভাপতি শিক্ষক স্কুলে আসেন না, স্কুলের ভেতরে মুদিখানার দোকান করেছেন শিক্ষকরা । প্রতিবাদে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা ।
তৃণমূলের ব্লক সভাপতি শিক্ষক স্কুলে আসেন না | স্কুলের ভিতরেই মুদিখানার দোকান | সাফাই করানো হয় বাচ্চাদের দিয়ে, প্রতিবাদে শিক্ষকদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা | ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হলদিবাড়ি গ্রামের হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের | আরও অভিযোগ নিয়মিত ভাবে হয়না প্রার্থনা ওই প্রাথমিক বিদ্যালয়ে | যদিও বিরোধীদের চক্রান্ত বলে দাবি করছেন ওই তৃণমূলের ব্লক সভাপতি শিক্ষক |