উত্তরপ্রদেশে নিখোঁজ মাকে ছেলে ফিরে পেল এই বাংলার বসিরহাটে , সৌজন্যে হ্যাম রেডিও

উত্তরপ্রদেশের কুশীনগর জেলার রাজপুর খাসগ্রাম থেকে গত একমাস আগে নিখোঁজ হয়ে যায় বছর ৫৭ এক মহিলা, হ্যাম রেডিও -র চেষ্টায় আবশেষে মা কে ফিরে পেল ছেলে

 

/ Updated: Nov 13 2022, 01:47 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বসিরহাটের হিঙ্গলগঞ্জ বাজারে গত ১৫ দিন ধরে ঘোরাঘুরি করছিল বছর ৫৭ এক মহিলা, এরপর তার ছবি হ্যাম রেডিও তে পাঠানো হয়, জানা যায় উত্তরপ্রদেশের কুশীনগর জেলার রাজপুর খাসগ্রাম থেকে গত একমাস আগে ওই মহিলা নিখোঁজ হয়ে যায়। এরপর যোগাযোগ শুরু হয় তার ছেলে কমলেশ যাদবের সঙ্গে, তারপর তার সঠিক পরিচয় পত্র এনে ভগবতী কে ছেলে কমলেশের হাতে তুলে দেয় স্থানীয় ও প্রশাসন । ১৯৯৫ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রায় ৯৫ জন নিখোঁজ ব্যক্তিকে দেশের বিভিন্ন প্রান্তে ফিরিয়ে হ্যাম রেডিও