নবাব সিরাজ উদ দৌলার মৃত্যুর ৭২ বছর পর হাজারদুয়ারির নির্মাণ হয়, হাজারদুয়ারির ইতিহাস নিয়ে বিশেষ প্রতিবেদন

মুর্শিদাবাদের হাজারদুয়ারির ইতিহাস। হাজারটা দরজা থেকেই এর নাম হাজারদুয়ারি। ১০০০ টি দরজার মধ্যে ১০০ টি নকল দরজাও আছে। নবাব সিরাজ উদ দৌলার মৃত্যুর ৭২ বছর পর হাজারদুয়ারির নির্মাণ হয়। নবাব সিরাজ উদ দৌলার সেনাপতি ছিলেন মীরজাফর। 

/ Updated: Dec 25 2022, 05:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মুর্শিদাবাদের হাজারদুয়ারির ইতিহাস। হাজারটা দরজা থেকেই এর নাম হাজারদুয়ারি। ১০০০ টি দরজার মধ্যে ১০০ টি নকল দরজাও আছে। নবাব সিরাজ উদ দৌলার মৃত্যুর ৭২ বছর পর হাজারদুয়ারির নির্মাণ হয়। নবাব সিরাজ উদ দৌলার সেনাপতি ছিলেন মীরজাফর। সপ্তম নবাব নাজিম হুমায়ুন জা ১৮২৯ খ্রিস্টাব্দে এর ভিত স্থাপন করেন। সপ্তম নবাব নাজিম হুমায়ুন জা মীরজাফরের বংশধর ছিলেন। হাজারদুয়ারির ইতিহাস নিয়ে বিশেষ প্রতিবেদন।