- Home
- West Bengal
- West Bengal News
- যৌনাঙ্গ ছিঁড়ে , মাথা কেটে যুবক খুন! অজ্ঞাতপরিচয় দেহ ঘিরে চাঞ্চল্য দত্তপুকুরে
যৌনাঙ্গ ছিঁড়ে , মাথা কেটে যুবক খুন! অজ্ঞাতপরিচয় দেহ ঘিরে চাঞ্চল্য দত্তপুকুরে
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য। জমির পাশেই পড়েছিল যুবকের মুণ্ডহীন দেহ।

যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ ঘিরে চাঞ্চল্য। জমির পাশেই পড়েছিল যুবকের মুণ্ডহীন দেহ।
দেহ উদ্ধার
স্থানীয়রাই সোমবার সকালে যুবকের মুণ্ডহীন দেহ প্রথমে দেখতে পান। গোটা শরীরে ছিল ক্ষত চিহ্ন।
নির্মম
স্থানীয়রা জানিয়েছেন তাঁরা সকালেই যুবকের দেহ দেখতে পান। কিন্তু যুবকের যৌনাঙ্গ উপড়ে নেওয়া হয়েছিল। স্থানীয়দের অনুমান নির্মমভাবে খুন করা হয়েছে।
ঘটনাস্থল
উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ায় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ।
পুলিশের খবর
পুলিশ জানিয়েছে যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৪০। একটি কৃষি জমির পাশেই পড়েছিল দেহ।
কী অবস্থায় দেহ উদ্ধার
পুলিশ জানিয়েছেন, যুবকের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। খুন করে ফেলে দেওয়া হয়েছিল বলেও অনুমান। ঘটনাস্থলে ছিল রক্তমাখা মদের বোতল, গ্লাস, আর চিপসের প্যাপেট।
মাথার খোঁজ
পুলিশ জানিয়েছে যুবকের কাটা মাথার খোঁজ শুরু হয়েছে। স্থনীয়দের জিজ্ঞাসা করা হয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয়রাও খবর দিয়েছিল থানার।
নিখোঁজের সন্ধান
ওই এলাকায় সম্প্রতি কোনও যুবক নিখোঁজ হয়েছেন কি না, তা দেখা হচ্ছে। আশপাশের থানা এলাকায় এবং পড়শি জেলার থানাগুলিকেও জানানো হয়েছে বিষয়টি
দেহ শনাক্তকরণ হয়নি
পুলিশ জানিয়েছে য়ুবকের মাথার খোঁজ পাওয়া যায়নি। আর সেই কারণেই এখনও পর্যন্ত দেহ শনাক্তরণ করা যায়নি।
এলাকায় আতঙ্ক
সকালে দেহ উদ্ধারের পর থেকেই গোটা এলাকায় আচঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমত ভয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।