WB Weather News: বৈশাখের শেষবেলাতেও স্বস্তি নেই। কাঠফাটা গরমে একেবারে নাভিশ্বাস ওঠার যোগার। কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন বিস্তারিত…                

WB Weather News: বৈশাখের শেষবেলায় দিনভর অস্বস্তিকর গরম। বিকেলেও অসহ্যকর গরমে রীতিমত নাভিশ্বাস ওঠার যোগার আমজনতার। কখন নামবে ঝড়বৃষ্টি? জানুন আবহাওয়ার বড় আপডেট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাপপ্রবাহ বজায় থাকবে বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সারাদিন। রাতেও বজায় থাকবে আদ্রর্তাজনিত অস্বস্তিভাব।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার গরমও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে বীরভূম,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই গরম এবং অস্বস্তির সঙ্গে আংশিক মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বীরভূমের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার থেকে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে। কোনও কোনও জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি চার জেলাতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।

অন্যদিকে শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের দুই জেলাতে। নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে। এই দুই জেলায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসের সঙ্গে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবারের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):-

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ওপরের পাঁচ জেলায়। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই। তাপমাত্রা অপরিবর্তিত। ঝড় বৃষ্টির দাপট বেশি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্র ও শনিবার পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং থেকে মালদহ

পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো বাতাস বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শ্চিমবঙ্গে কবে ঢুকবে বর্ষা (WB Monsoon Update)

আগাম বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়লেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত দিনের পাঁচদিন আগেই ঢুকে পড়েছে আন্দামান নিকোবরে। নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামানসাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

পরিস্থিতি অনুকূল আগামী তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু নতুন করে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়বে। আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশতেও ঢুকে পড়বে মৌসুমি বায়ু। এদিকে উত্তরপূর্ব অসম কঙ্কন এবং গুজরাটে সক্রিয় ঘূর্ণাবর্ত। আন্দামান সাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।

 ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এবং উত্তরবঙ্গের উপরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাডু উপকূলে রয়েছে সক্রিয় আরো একটি ঘূর্ণাবর্ত । পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে।নিম্নচাপ অক্ষরেখার দাপট। উত্তরবঙ্গ ও সিকিম থেকে অক্ষরেখা দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি দক্ষিণ ছত্রিশগড়ের উপর দিয়ে রয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।