- Home
- West Bengal
- West Bengal News
- সকাল থেকে আকাশের মুখ ভার, জেনে নিন আজ কোথায় কোথায় হবে বৃষ্টি, রইল আবহাওয়ার আপডেট
সকাল থেকে আকাশের মুখ ভার, জেনে নিন আজ কোথায় কোথায় হবে বৃষ্টি, রইল আবহাওয়ার আপডেট
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হতে পারে বৃষ্টি।
এই সাত জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি আটটি জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হবে। এই তালিকায় আছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান।
তেমনই উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, আজ আকাশ থাকবে মেঘলা। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির আশপাশে।
এদিকে শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব কয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি ১৩ জেলায় হালকা বৃষ্টি হবে।
শুক্রবার কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তেমনই শনিবারও প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ -সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।