পুলিশ কর্মীর সহায়তায় ২৮ দিন পর ছেলের হাত ধরে বাড়ি ফিরল ৯০ বছরের বৃদ্ধা
২৮ দিন পর পুলিশ কর্মীর সহায়তায় বাড়ি ফিরল বৃদ্ধা। বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল ৯০ বছরের বৃদ্ধা। গুড়াপ থানার খড়ুয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধা খেদিবালা।
২৮ দিন পর পুলিশ কর্মীর সহায়তায় বাড়ি ফিরল বৃদ্ধা। বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল ৯০ বছরের বৃদ্ধা। গুড়াপ থানার খড়ুয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধা খেদিবালা। হুগলির চুঁচুড়ার এক পুলিশ কর্মীর সহায়তায় বাড়ি ফিরল বৃদ্ধা খেদি বালা। পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় বৃদ্ধার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে। এরপরে বৃদ্ধার ছেলে মায়ের খোঁজে চুঁচুড়ায় উপস্থিত হন। এদিন বৃদ্ধাকে কিছু অর্থ ও খাবার দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়ে দেন আবাসিকরা। আবাসিকদের আন্তরিকতায় আপ্লুত বৃদ্ধা খেদিবালা।