- Home
- West Bengal
- West Bengal News
- ঠিক কতটা এগিয়েছে আরজিকরের তদন্ত? রিপোর্ট দেখে 'বিচলিত' বিচারপতিরা, কতটা ভয়ঙ্কর তথ্য সিবিআইয়ের হাতে!
ঠিক কতটা এগিয়েছে আরজিকরের তদন্ত? রিপোর্ট দেখে 'বিচলিত' বিচারপতিরা, কতটা ভয়ঙ্কর তথ্য সিবিআইয়ের হাতে!
ঠিক কতটা এগিয়েছে আরজিকরের তদন্ত? রিপোর্ট দেখে 'বিচলিত' বিচারপতিরা, কতটা ভয়ঙ্কর তথ্য সিবিআইয়ের হাতে!
| Published : Sep 17 2024, 02:18 PM IST
- FB
- TW
- Linkdin
কতদূর এগিয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত?
মঙ্গলবার আরজিকর কাণ্ডের শুনানিতে ফের স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। এই রিপোর্টে এখনও পর্যন্ত ঠিক কী তদন্ত হয়েছে এবং কী কী জানা যাচ্ছে তার সমস্ত তথ্য়ের উল্লেখ রয়েছে।
কতদূর এগিয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত?
আরজিকরকাণ্ডের তদন্তের অগ্রগতি কতটা? তা নিয়ে সিবিআইয়ের রিপোর্ট দেখে 'বিচলিত' তাঁরা এমনই জানা লেন তিন বিচারপতি।
কতদূর এগিয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত?
এর পাশাপাশি কোনও ভাবেই যেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই রিপোর্ট সামনে না আসে তার নির্দেশ দেয় আদালত।
কতদূর এগিয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত?
এ প্রসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, "সিবিআই রিপোর্টে যা লিখেছে, তা অত্যন্ত উদ্বেগের।" এই রিপোর্ট পড়ে আমরা বিচলিত।"
কতদূর এগিয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত?
কেন্দ্রীয় দলের তরফে সিবিআই আধিকারিক সত্যজিত সিংহ প্রধান বিচারপতির হাতে রিপোর্ট তুলে দেন।
কতদূর এগিয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত?
রিপোর্ট দেখে বিচারপতি জানান, “ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, সিবিআই ঘুমিয়ে নেই”
কতদূর এগিয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত?
বিচারপতি আরও জানান, “আরজিকর কাণ্ডের তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এই অবস্থায় রিপোর্ট সামনে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে।”
কতদূর এগিয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত?
তবে এখনও পর্যন্ত তদন্তের যা রিপোর্ট জমা দেওয়া হয়েছে তাতে অত্যন্ত প্রশংসা করেছেন বিচারপতি চন্দ্রচূড়। এর পাশাপাশি আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন, সেই সব নাম জমা দিতে হবে জুনিয়র ডাক্তারদের বল্ জানানো হয়েছে আদালতের তরফে।