দিঘা মোহনায় জালে পড়ল ৩৬ কেজির তেলিয়া ভোলা, দাম শুনলে চোখ কপালে উঠবে
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় উঠলো এক বিশাল তেলিয়া ভোলা, মাছটিকে দেখতে ভিড় জমান মাছ ব্যবসায়ী থেকে পর্যটকরা। ৩৬ কেজির তেলিয়া ভোলার দাম উঠেছে কয়েক লক্ষ টাকা
পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় উঠলো এক বিশাল তেলিয়া ভোলা | কাঁথির ট্রলার মালিক বিবেক করণের ট্রলারে ওই মাছটি উঠে, তিনি দীঘা মোহনায় কেপিএস এর আড়তে নিয়ে আসে বিক্রি করার জন্য | মাছটিকে দেখতে ভিড় জমান মাছ ব্যবসায়ী থেকে পর্যটকরা | মাছটির ওজন ৩৬ কেজি, মাছটির দাম উঠেছে কয়েক লক্ষ টাকা |