Rachana Banerjee : 'যারা আমাকে ভোট দেয়নি তাদের কাজ আগে করব'- রচনা বন্দ্যোপাধ্যায়
'যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য ভালোবাসা, যারা ভোট দেন নি তাদের জন্য তিন ডবল ভালোবাসা' বিজয় সমাবেশে এসে বললেন রচনা বন্দ্যোপাধ্যায়।
যাঁরা আমাকে ভোট দেননি তারা বুঝতেও পারেননি যে তৃণমূল এইভাবে জিতে যাবে। তাঁরা এখন মাথা চাপড়াচ্ছে । সদ্য ভোটে জিতে এমনই মন্তব্য তৃণমূলের নব নির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। রাজহাট সংহতি ময়দানে এসে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন লকেট পালিয়ে গিয়েছে। তাঁর দাবি চিন্তা নেই তাদের জন্য রচনা ব্যানার্জি আছেন।