সংক্ষিপ্ত

ইতিমধ্যেই পড়ুয়াদের জন্য জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকা। একজনরে দেখে নেওয়া যাক পড়ুয়াদের কী কী নির্দেশ মেনে চলতে হবে।

কাল থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ আইসিএসসি-এর ক্লাস ১০-এর পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। এই পরীক্ষার আয়োজক দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। আগামীকাল প্রথম পরীক্ষা ইংরেজি প্রথম পত্রের। পরীক্ষার্থীরা সময় পাবে ২ ঘন্টা। শেষের দিন থাকছে বায়োলজি-সায়েন্স পেপার ৩। উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা। এবার কাল থেকে শুরু হবে আইসিএসসি বোর্ডের দশম শ্রেনীর পরীক্ষা। ইতিমধ্যেই পড়ুয়াদের জন্য জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশিকা। একজনরে দেখে নেওয়া যাক পড়ুয়াদের কী কী নির্দেশ মেনে চলতে হবে।

কী কী নির্দেশ দিল বোর্ড?

  • পরীক্ষা শুরু হওয়ার অন্তত পাঁচ মিনিট আগে পরীক্ষার্থীদের নির্ধারিত জায়গায় বসতে হবে।
  • পরীক্ষা চলাকালীন কেউ হল ছেড়ে বেরোতে পারবে না।
  • যে বিষয় পরীক্ষা সেই বিষয় বাদে অন্য কোনও প্রশ্নপত্র পেলে তৎক্ষণাৎ শিক্ষক শিক্ষিকাদের জানাতে হবে।
  • প্রাথমিক উত্তর পত্রের প্রথম পাতায় পরীক্ষার্থীর নাম লেখা বাধ্যতামূলক।
  • প্রাইমারি অ্যানসার বুকলেটের প্রথম পাতায় লেখা নির্দেশাবলি অবশ্যই পড়ে নিতে হবে।
  • কালো অথবা নীল কালির বল পয়েন্ট কিংবা ফাউন্টেন পেন ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা।
  • উত্তর পত্রের বামদিকে খানিকটা জায়গা মার্জিনের জন্য ছেড়ে রাখতে হবে।
  • পরীক্ষার্থীরা কোনও ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।

প্রসঙ্গত, ইতিমধ্যেই শুরু হয়েছে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। আরও ৩৫০ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিয়েছে। পরীক্ষকের সংখ্যা ৪০ হাজার ৫০০। প্রধান পরীক্ষক ১১৫৩ জন। ক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলেটর রয়েছেন। ১২২৬টি সেন্টারের বন্দোবস্ত করা হয়েছে। আজ সকাল ১১টা ৪৫ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা চলবে বিকেল ৩টে পর্যন্ত। প্রথম দিনই সাড়ে ১০টার থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা। ২০২৩ সাল থেকে একটি নতুন নিয়ম চালু করেছে পর্ষদ। এক ঘন্টা পর যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষার খাতা জমা দিয়ে বেরিয়ে যেতে চান, তাহলে তখন তাঁকে নিজের প্রশ্নপত্রটিও জমা দিতে হবে সেই পরীক্ষা কেন্দ্রে। অর্থাৎ, পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্র সঙ্গে নিয়ে সেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবেন না। 

আরও পড়ুন - 

অদম্য জেদের সামনে হার মানল প্রতিকূলতা, রাইটার নিয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বিশেষভাবে সক্ষম ছাত্রী

বাংলার গ্রামীণ মানুষের জন্য এবার নতুন প্রকল্প শুরু করল তৃণমূল, দুয়ারে সরকারের পর এবার ‘দুয়ারে আইনি পরিষেবা’

গ্রেফতার হওয়ার ৭ মাস পর বিজ়নেস ম্যানেজমেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানজনক পদ থেকে সরে দাঁড়ালেন পার্থ চট্টোপাধ্যায়