মহাপ্রভু চৈতন্যদেবের অভিষেক অনুষ্ঠান, লাখ লাখ ভক্ত সমাগম মায়াপুর ইসকন মন্দিরে
মায়াপুর ইসকন মন্দিরে পালিত হল মহাপ্রভু চৈতন্যদেবের ৫৩৭ তম আবির্ভাব অনুষ্ঠান | লক্ষ লক্ষ দেশ এবং বিদেশি ভক্তের সমাগম হল এই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ।
মায়াপুর ইসকন মন্দিরে পালিত হল মহাপ্রভু চৈতন্যদেবের ৫৩৭ তম আবির্ভাব অনুষ্ঠান | লক্ষ লক্ষ দেশ এবং বিদেশি ভক্তের সমাগম হল এই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে । কৃত্রিম রঙ নয়, ফুলের রঙে রাঙিয়ে দেওয়া হল রাধা-মাধবকে | লাখ লাখ ভক্তের সমন্বয়ে প্রভুর মূর্তিতে জল পুষ্পাঞ্জলি দিয়ে অভিষেক সম্পন্ন হল | প্রায় ১০০ টি দেশ থেকে বিদেশি ভক্তরা আসেন মায়াপুর ইসকন মন্দিরে | ইসকন কর্তৃপক্ষ এবং মায়াপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা |