- Home
- West Bengal
- West Bengal News
- প্রথম থেকেই বারবার উঠে আসছে সন্দীপ ঘোষের নাম! তরুণীর ধর্ষণ আর খুনে কি একমাত্র মাথা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ?
প্রথম থেকেই বারবার উঠে আসছে সন্দীপ ঘোষের নাম! তরুণীর ধর্ষণ আর খুনে কি একমাত্র মাথা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ?
- FB
- TW
- Linkdin
কেন বারবার উঠে আসছে সন্দীপের নাম?
আর্থিক দুর্নীতিতে গ্রেফতার তো হয়েছেনই এবার আরজি কর মামলাতেও গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। রবিবার সিবিআই হেফাজত দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে।
কেন বারবার উঠে আসছে সন্দীপের নাম?
এবার সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার পরে একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
কেন বারবার উঠে আসছে সন্দীপের নাম?
গত ৯ অগাস্ট সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। এই ধর্ষণ ও খুনের অভিযোগে সঞ্জয় রায় বলে এক সিভিক ভলান্টিয়ারকে ধরলেও প্রথম থেকেই সন্দেহের তীর ছিল সন্দীপ ঘোষের দিকে।
কেন বারবার উঠে আসছে সন্দীপের নাম?
এই নিয়ে সন্দীপ ঘোষকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়। বিশেষত তথ্য লোপাটের জন্য বারবার তাঁর দিকে প্রশ্নের তীর ছুঁড়েছে সিবিআই।
কেন বারবার উঠে আসছে সন্দীপের নাম?
এমনকী শেষ দিনের শুনানিতে আরজিকর হাসপাতাল থেকে সন্দীপের বাড়ির দূরত্ব নিয়েও বারবার প্রশ্ন তুলেছে সিবিআই।
কেন বারবার উঠে আসছে সন্দীপের নাম?
তরুণীর খুনের তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক তথ্য উঠে আসছে সন্দীপের বিরুদ্ধে। প্রথম প্রশ্ন) কেন মৃতার বাড়ির লোককে মেয়ে সুইসাইড করা হয়েছে বলা হল?
কেন বারবার উঠে আসছে সন্দীপের নাম?
কেন প্রথম থেকেই পুরো ঘটনাটা ধামাচাপা দিতে চেয়েছেন তিনি? প্রশ্ন তিন- প্রমাণ লোপাটে বারবার তার দিকেই কেন এত সন্দেহ উঠে আসছে?
কেন বারবার উঠে আসছে সন্দীপের নাম?
এই ধর্ষণ ও খুনের মামালায় কারা জড়িত? সন্দীপ ছাড়াও কতগুলি মাথা জড়িয়ে রয়েছে এর সঙ্গে?