রোগীর আত্মীয়দের আটকে রেখে মারধোর, অভিযোগ ধূপগুড়ি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে
রোগীর আত্মীয়দের আটকে রেখে মারধোরের অভিযোগ । অভিযোগের তির ধূপগুড়ি হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে ।
রোগীর আত্মীয়দের আটকে রেখে মারধোরের অভিযোগ । অভিযোগের তির ধূপগুড়ি হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে । এর জেরে প্রায় ঘন্টা খানেক ধরে চলে গন্ডোগোল । ঘটনার জেরে মারমুখি হয়ে ওঠে হাসপাতালে হাজির সাধারণ মানুষও ।