Jhargram Tiger News : এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, বাঘিনী যমুনাকে বাগে আনতে মরিয়া বনদপ্তর
বাঘিনী যমুনার তল্লাশি অব্যাহত। রেডিও কলার ট্রাকার নিয়ে জঙ্গলে চলছে জোর তল্লাশি। বনদপ্তরের ৬টি টিম ভাগ হয়ে চালাচ্ছে তল্লাশি। কটাচুয়ার জঙ্গল ছেড়ে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড়ের জঙ্গলে বাঘিনী!
বাঘিনী যমুনার তল্লাশি অব্যাহত। রেডিও কলার ট্রাকার নিয়ে জঙ্গলে চলছে জোর তল্লাশি। বনদপ্তরের ৬টি টিম ভাগ হয়ে চালাচ্ছে তল্লাশি। কটাচুয়ার জঙ্গল ছেড়ে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড়ের জঙ্গলে বাঘিনী! ছাগল-গরুর টোপ দিয়েও বাগে আনা যাচ্ছে না বাঘিনীকে। বাঘিনী যমুনার আতঙ্কে গ্রামবাসীরা। জঙ্গলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনদপ্তর।