Jhargram News : সার্থক নাম! তুলির জোরেই আন্তর্জাতিক মঞ্চে ঝাড়গ্রামের তুলি!
ছবি আঁকার প্রতি ভালোবাসা এবং প্রতিভা ঝাড়গ্রাম থেকে তুলিকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক ছবি মেলায়। কিছুদিন আগে বাংলাদেশে আন্তর্জাতিক ছবিমেলায় নজর কাড়ে তুলি ।
ছোটোবেলা থেকেই তুলির ছবি আঁকার প্রতি আলাদা আকর্ষণ আছে, তা বুঝতে দেরি করেননি তার বাবা উত্তম দাস। মেয়ের নাম সাধ করে রেখেছিলেন তুলি। সেই মেয়ের হাতে রং-তুলি যেন কথা বলে। ছবি আঁকার প্রতি ভালোবাসা এবং প্রতিভা ঝাড়গ্রাম থেকে তুলিকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক ছবি মেলায়। তুলির এই প্রতিভাকে সম্মান জানিয়েছে সরকারি মহলও। কিছুদিন আগে অল বেঙ্গল সোসাইটি ও বিজয় ৭১-এর যৌথ উদ্যোগে বাংলাদেশে আন্তর্জাতিক ছবিমেলা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু প্রতিভাবান চিত্রশিল্পী আমন্ত্রিত হন। আর তাদের মাঝেই তুলি নজর কেড়ে নেন। সেখান থেকেই আমন্ত্রণ পান আন্তর্জাতিক ছবি মেলায়। তুলিকে এশিয়ানেট বাংলার তরফ থেকে আগাম শুভেচ্ছা।