কর্ম বিরতির মধ্যেই মগরাহাটে 'অভয়া ক্লিনিক' জুনিয়র চিকিৎসকদের, দেখুন কী বললেন তাঁরা

হাসপাতালগুলিতে পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্য 'অভয়া ক্লিনিক' নামে বিভিন্ন গ্রামে আউটডোড পরিষেবা চালু করেছেন তাঁরা। এদিন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ক্লিনিক চালালেন তাঁরা।

Share this Video

আর জি করের নৃশংস ঘটনার এক মাস পূর্ণ হল। এই ঘটনার বিচার চেয়ে লাগাতার কর্মবিরতি পালন করছে বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালগুলিতে পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্য 'অভয়া ক্লিনিক' নামে বিভিন্ন গ্রামে আউটডোড পরিষেবা চালু করেছেন তাঁরা। এদিন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে ক্লিনিক চালালেন তাঁরা। রোগীদের বিনামূল্যে ওষুধও দেন তাঁরা। 

Related Video