সংক্ষিপ্ত
রেশন দুর্নীতি কাণ্ডে বালুর সূত্র ধরে শাহজাহানের নাম উঠে এসেছিল। তাঁর বাড়িতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ED আধিকারিকদের। এরপর সেই মামলার মোড় একেবারে ঘুরে যায়। তবে সেই সময় শাহজাহান-বালুর ঘনিষ্ঠতার খবর শিরোনামে উঠে এসেছিল।
রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল। ইডি জানতে পেরেছে জমি দখল মামলাতেও দু’জনের ‘যোগ’ রয়েছে। সোমবার জমি দখল মামলায় আদালতে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ED। সেখানে জ্যোতিপ্রিয়র নাম রয়েছে বলে খবর। সূত্রের খবর, ইডি যে চার্জশিট দিয়েছে সেখানে উল্লেখ রয়েছে, শাহজাহানকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ তৈরির নেপথ্যে এই বালুই ছিলেন। বাম জমানা থেকে ধীরে ধীরে সন্দেশখালির বুকে শাহজাহানের প্রভাব বাড়তে শুরু করলেও ‘জ্যোতিপ্রিয়-যোগে’র পর রমরমা বৃদ্ধি পায়।
উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে বালুর সূত্র ধরে শাহজাহানের নাম উঠে এসেছিল। তাঁর বাড়িতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ED আধিকারিকদের। এরপর সেই মামলার মোড় একেবারে ঘুরে যায়। তবে সেই সময় শাহজাহান-বালুর ঘনিষ্ঠতার খবর শিরোনামে উঠে এসেছিল। এবার জমি দখল মামলাতেও দু’জনের ‘যোগ’ সামনে এসেছে বলে খবর।
ED সূত্রে জানা গিয়েছিল, জ্যোতিপ্রিয়র কয়েক হাজার কোটি টাকা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান। তাঁর টাকা সন্দেশখালির এই বহিষ্কৃত তৃণমূল নেতা সরাসরি বাংলাদেশের নানান সংস্থায় বিনিয়োগ করতেন বলে অনুমান করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এছাড়া তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে জ্যোতিপ্রিয়র টাকা ‘পার্ক অ্যান্ড লন্ডার’এর অভিযোগও রয়েছে।
বালুর প্রশ্রয়েই সন্দেশখালির বুকে নিজের ‘রাজত্ব’ এবং ‘রাজপ্রাসাদ’ তৈরি করেন শাহজাহান। প্রাক্তন খাদ্যমন্ত্রী সরাসরি জমি দখলের সঙ্গে যুক্ত না হলেও তিনি নাকি এই বিষয়ে শাহজাহানকে মদত দিয়েছিলেন বলে খবর। ED সূত্রে জানা যাচ্ছে, নানান সময়ে সন্দেশখালির ‘বাঘ’কে সমর্থন করেছেন জ্যোতিপ্রিয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।