কালী পুজো ২০২৩ : সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে, ৫১ সতীপীঠের অন্যতম তমলুকের মা বর্গভীমা মন্দির

মা সতীর দেহাংশের বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে। ৫১ সতীপীঠের অন্যতম তমলুকের মা বর্গভীমা মন্দির। এখানে মা উগ্রতারা রুপে পূজিতা হন। কালীপুজোর দিন মা বর্গভীমাকে রাজবেশে সাজিয়ে তোলা হয়।

/ Updated: Nov 12 2023, 06:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মা সতীর দেহাংশের বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে। ৫১ সতীপীঠের অন্যতম তমলুকের মা বর্গভীমা মন্দির। এখানে মা উগ্রতারা রুপে পূজিতা হন। কালীপুজোর দিন মা বর্গভীমাকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে মা বর্গভীমা অধিষ্ঠিত। মুকুন্দরামের চন্ডীমঙ্গল কাব্যে ও মার্কেন্ডেয় পুরাণে দেবী বর্গভীমার উল্লেখ রয়েছে। যেহেতু সতীপীঠ তাই এখানে অন্য কোন শক্তি পুজোর চল ছিল না। পরবর্তীতে যেকোনো শক্তিপুজোর আগে দেবী বর্গভীমার কাছ থেকে নেওয়া হয় অনুমতি। মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজমান। কথিত আছে, ভক্তের যেকোনো মনস্কামনা পূরণ করেন এই মা।

Read more Articles on