লোধা, শবর শিশুদের হাতে আঁকা 'খোয়াব গাঁ', বাড়ির দেওয়ালে দেওয়ালে রুপকথার গল্প

যে গ্রাম একসময় কুখ্যাত ছিল 'লালবাজার' নামে, সেই গ্রামেই এসেছে রঙের বাহার। সাঁওতাল মানুষদের পড়াশোনা শেখাচ্ছে কলকাতার চালচিত্র একাডেমী সংস্থা।

/ Updated: Feb 12 2023, 06:20 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

যে গ্রাম একসময় কুখ্যাত ছিল 'লালবাজার' নামে, সেই গ্রামেই এসেছে রঙের বাহার। সাঁওতাল মানুষদের পড়াশোনা শেখাচ্ছে কলকাতার চালচিত্র একাডেমী সংস্থা। ঝাড়গ্রাম অধ্যুষিত 'খোয়াব গাঁ'। লোধা, শবর ও কুড়মি পরিবারদের বাস এই গ্রামে। কলকাতার চালচিত্র একাডেমীর শিল্পীরা ঘুরতে আসেন এই গ্রামে। এই গ্রামে সব মিলিয়ে রয়েছে ১৩টি বাড়ি। শিল্পীরা বাড়ি গুলির দেয়ালে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আঁকা শুরু করেন। এখন লোধা, শবর পরিবারের বাচ্চারাও এই কাজে হাত লাগিয়েছেন। শিল্পীদের থেকেই তারা প্রশিক্ষণ নিয়েছেন।