- Home
- West Bengal
- West Bengal News
- রবিবার ‘দিতওয়ার’ -র ল্যান্ডফলের সম্ভাবনা, জেনে নিন আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া
রবিবার ‘দিতওয়ার’ -র ল্যান্ডফলের সম্ভাবনা, জেনে নিন আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া
শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় ‘দিতওয়ার’ এবার ভারতীয় উপকূলের দিকে এগিয়ে আসছে, যার ফলে তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রইল বাংলার আবহাওয়ারও পূর্বাভাস।

শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর এবার ভারতীয় উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়ার’। শনিবার লাল সতর্কতা জারি ছিল তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে। রবিবার ভোর নাগাদ তিন রাজ্যে আছড়ে পড়ার সম্ভাবনা আছে।
গত বৃহস্পতিবার ‘দিতওয়ার’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে পরিণত হয়। সূত্রের খবর এই ঝড়টি শনিবার রাত থেকে রবিবারের মধ্যে এটি উপকূলে আছড়ে পড়তে পারে। জানা গিয়েছ এমনটা।
এদিকে ‘দিতওয়ার’ সাইক্লনের জেরে শ্রীলঙ্কায় ক্রমে বাড়ছে মৃত্যু সংখ্যা। সেখানে স্কুল কলেজ সব বন্ধ। সেখানে উদ্ধার অভিযানে ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্ত মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড় দিতওয়া-এর ফলে সৃষ্ট ভারী বৃষ্টিপাত এবং বন্যা শ্রীলঙ্কায় জনজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) অনুসারে, এখনও পর্যন্ত ১২৩ জন মারা গেছেন, এবং ১৩০ জন নিখোঁজ। শ্রীলঙ্কার অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবার জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া। জানা গিয়েছে. বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড় অন্যদিকে আছে জোড়া নিম্নচাপ। এর জেরে গরম বাড়বে বাংলায়। চলতি সপ্তাহে গরম বাড়বে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি। তেমনই নেই বৃষ্টির সম্ভাবনা। সূত্রের খবর আগামী সোমবার পর্যন্ত ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মঙ্গলবার থেকে কমবে গরম। শুক্রবারের মধ্যে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে সামান্য নীচে। রবিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে নিম্নমুখী হবে পারদ। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি।

