'বিরোধীদের পাতলা গুড় নয়, পাটালি গুড় আর রুটি খাওয়াবেন' বীরভূমে হুঙ্কার কুণালের
ফের শুভেন্দুকে নিয়ে কুকথা কুণালের মুখে। 'দিন কয়েক আগে এখানে বিজেপির একজন এসেছিলেন। তিনি এখানে এসে গুড় বাতাসা, নকুল দানা খুব মিস করেছেন। তাই আমি বলছি বীরভূমের গ্রামে গ্রামে গুড়ের পাটালি খুব ভালো হয় শীতকালে।
ফের শুভেন্দুকে নিয়ে কুকথা কুণালের মুখে। 'দিন কয়েক আগে এখানে বিজেপির একজন এসেছিলেন। তিনি এখানে এসে গুড় বাতাসা, নকুল দানা খুব মিস করেছেন। তাই আমি বলছি বীরভূমের গ্রামে গ্রামে গুড়ের পাটালি খুব ভালো হয় শীতকালে। বিরোধীরা এলে অতিথির মতো রুটি আর গুড় পাটালি খাওয়াবেন।' এরপরেই মেজাজ হারিয়ে শুভেন্দুর নাম করে তাকে প্রতিষ্ঠিত চোর, জোচ্চোর, চিটিংবাজ শুভেন্দু অধিকারী বলে ক্ষোভ উগড়ে দেন কুণাল ঘোষ।