- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmi bhander: নতুন বছর নতুন রূপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আসছে? জোরদার খসড়া তৈরি হচ্ছে নবান্নে
Lakshmi bhander: নতুন বছর নতুন রূপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আসছে? জোরদার খসড়া তৈরি হচ্ছে নবান্নে
- FB
- TW
- Linkdin
লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্যের সবথেকে জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে উপকৃত হন মহিলারা।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। আর পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের দেওয়া হয় ১২০০ টাকা।
নতুন বছরে নতুন উদ্যোগ
নবান্ন সূত্রের খবর, নতুন বছরে নতুন রূপে আসতে চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যাদে উপকৃত হবেন আরও বেশি মহিলারা।
লক্ষ্মীর ভাণ্ডার আর বার্ধক্যভাতা এক হচ্ছে
নবান্ন সূত্রের খবর আগামী বছর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগীদেরর ৬০ বছর পেরিয়ে গেলে বার্ধক্যভাতার জন্য আবেদন করতে হবে না।
সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতায়
সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার থেকে সুবিধেভোগীদের নাম চলে যাবে বার্ধক্য ভাতার খাতে। অনেক সমস্যা কমবে মহিলাদের।
উঠে যাচ্ছে আয়ের উর্ধ্বসীমা
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আয়ের উর্ধ্বসীমা নেই। কিন্তু বার্ধক্যভাতায় আছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি যখন বার্ধক্য ভাতার খাতায় নাম উঠবে তখন আর সেখানেও থাকবে না আয়ের উর্ধ্বসীমা।
সবাই পাবেন বর্ধক্যভাতা
এই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শর্ত যা তাতে যে কোনও মহিলাই এই প্রকল্পের সুবিধে পেতে পরেন। বয়স হতে হবে ২৫-৬০ বছরের মধ্যে। আয়ের কোনও উর্ধ্বসীমা নেই। আর সরকারি চাকরি , পেনশন বা অন্য প্রকল্পের সুবিধেভোগীরা এই প্রকল্পের টাকা পান না। তেমনই সরলীকরণ হতে পারে বার্ধক্য ভাতা।
খসড়া তৈরি
নবান্ন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। আগামী বছর প্রথম থেকেই যাতে এই সুবিধে পেতে পারেন মহিলারা তারও জন্য তৎপরতা তুঙ্গে।
মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন
নবান্ন সূত্রের খবর খসড়া তৈরি হলে তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করাতে হবে। তারপরই শুরু হবে প্রস্তুতি।
লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য আর মহিলাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থার জন্য এই প্রকল্প যাতে সঠিকভাবে পরিচালনা করা হয় তার ওপর জোর দেয় রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর।