- Home
- West Bengal
- West Bengal News
- সুকান্ত,শুভেন্দু না দিলীপ- কে হবেন বিজেপির রাজ্য সভপতি? জল্পনা উস্কে দিলেন বর্তমান রাজ্য সভাপতি
সুকান্ত,শুভেন্দু না দিলীপ- কে হবেন বিজেপির রাজ্য সভপতি? জল্পনা উস্কে দিলেন বর্তমান রাজ্য সভাপতি
- FB
- TW
- Linkdin
সুকান্ত মজুমদার
বর্তমান বিজেপির রাজ্যসভাপতি। কিন্তু তাঁকে সভাপতির পদ ছাডতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী তিনি। বিজেপির রুলবুক অনুযায়ী একই সঙ্গে দুটি পদে কোনও ব্যক্তি থাকবে পারবে। তাই তাঁর বিদায় নিশ্চিত।
সভাপতি নিয়ে জল্পনা তুঙ্গে
এই অবস্থায় বিজেপির আসন্ন রাজ্যসভাপতি কে হবে তাই নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপির সূত্রের খবর, সভাপতির দৌড়ে রয়েছে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর নাম। রয়েছে স্বপন ঘোষ-সহ আরও অনেকে। কিন্তু চর্চা চলছে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীর নাম নিয়ে।
দিলীপ ঘোষ
রাজ্য বিজেপির সবথেকে সফল রাজ্যসভা দিলীপ ঘোষ। তাঁর আমল অর্থাৎ ২০১৯ সালে এই রাজ্য থেকে সবথেকে বেশি আসন পেয়েছিল বিজেপি। আর সেই কারণ ২০২৬ সালের কথা মাথায় রেখে দিলীপ ঘোষকে আবারও সভাপতির পদে ফেরানোর দাবি উঠেছে।
সক্রিয় দিলীপ
লোকসভা নির্বাচনে বর্ধমান - আসানসোল কেন্দ্রে হারের পর কিছুটা হলেও নিস্ক্রীয় হয়ে গিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু বর্তমানে আবারও তিনি সক্রিয়। রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ ঘোষ রয়েছেন প্রায় সামনের সারিতে।
শুভেন্দু অধীকারী
রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূলের দলবদলু তকমা সরাতে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় সমালোচক। একটি সময় তৃণমূল নেত্রীর ঘনিষ্ট হওয়াকেও তিনি বিজেপির রাজনীতিতে কাজে লাগাচ্ছেন। মমতা বিরোধী বা তৃণমূল বিরোধী যে কোনও কর্মসূচিতেই তাঁর উপস্থিতি চোখে পড়ার মত। তিনিও বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছে।
দিল্লি ঘনিষ্ট
শুভেবন্দু অধিকারীর আরও একটি প্লাসপয়েন্ট হল তিনি দিল্লি ঘনিষ্ট। অমিত শাহের কাছের লোক হিসেবেও রাজ্য বিজেপিতে তাঁর পরিচিতি রয়েছে। এই অবস্থায় সভাপতির দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি।
সুকান্তর মন্তব্য জল্পনা
এই অবস্থায় বিজেপির রাজ্যসভাপতি ইস্যুতে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। বুধবার দলীয় কর্মসূচিতে সুকান্ত মজুমদার বলেন, 'দলের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা থাকা উচিত। বিজেপির প্রতি সুকান্ত মজুমদারের দায়বদ্ধতা আছে। সাংসদ থাকলে এবং না থাকলেও সুকান্ত বিজেপিরই। যদি একজন সাংসদও বিজেপির না থাকে, এটা যদিও হবে না। তবুও কথার কথা বলছি, সুকান্ত তখনও বিজেপিই থাকবে।'
সুকান্তই কী সভাপতি
সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে তাহলে সুকান্তই কী বিজেপির রাজ্যসভাপতি থাকবেন। তাহলে তাঁরে কেন্দ্রীয় মন্ত্রিত্বের পদ থেকে সরে যেতে হবে। প্রশ্ন কোনটা ছাড়বেন আর রাখবেন সুকান্ত।
বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া
বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি মাস থেকে। কিন্তু রাজ্য সভাপতি নির্বাচন অনেকটাই পরে হবে।
বিজেপি জাতীয় সভাপতি নির্বাচন
বিজেপি সূত্রের খবর জেপি নাড্ডাকেও সরতে হবে জাতীয় সভাপতির পদ থেকে। জেপি নাড্ডার পরিবর্তে কে হবে বিজেপির জাতীয় সভাপতি - তাই নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা।