সংসার চলে না, হতাশায় পানপুর-কেউটিয়ার শোলার অলংকার তৈরির শিল্পীরা

রাত পোহালেই কোজাগরি লক্ষ্মীপূজো। ধনদেবীর আরাধনায় ব্যস্ততা তুঙ্গে। তবে খুশির আবহেও বিষাদের সুর। মন খারাপ শোলার অলংকার প্রস্তুতকারক শিল্পীদের। শোলার অলংকার তৈরি করে চলে না তাদের সংসার। লাভের মুখ না দেখলেও হাত খরচ ওঠে মাত্র।

/ Updated: Oct 27 2023, 07:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাত পোহালেই কোজাগরি লক্ষ্মীপূজো। ধনদেবীর আরাধনায় ব্যস্ততা তুঙ্গে। তবে খুশির আবহেও বিষাদের সুর। মন খারাপ শোলার অলংকার প্রস্তুতকারক শিল্পীদের। শোলার অলংকার তৈরি করে চলে না তাদের সংসার। লাভের মুখ না দেখলেও হাত খরচ ওঠে মাত্র। প্রতিশ্রুতি দিলেও মেলেনি সরকারি সাহায্য। হতাশায় পানপুর-কেউটিয়ার অলংকার তৈরির শিল্পীরা