- Home
- West Bengal
- West Bengal News
- ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কাজ! ঘোষণা রাজ্যের, দারুণ সুযোগ মহিলাদের জন্য
ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কাজ! ঘোষণা রাজ্যের, দারুণ সুযোগ মহিলাদের জন্য
লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের পাশাপাশি এখন দেশ কাঁপাচ্ছে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar)। লেটেস্ট আপডেটে জানা গিয়েছে ডিসেম্বর থেকে এই প্রকল্পে নয়া কাজ শুরু হবে!
- FB
- TW
- Linkdin
২০২১ সালে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন দেশের বিভিন্ন রাজ্যের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।
আর এই প্রকল্পের সাফল্য দেখে এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হল সরকারের তরফে।
লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে।
লক্ষ্মীর ভাণ্ডার এমনি একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল, যা অচিরেই জনপ্রিয়তার চূড়ায় ওঠে।
এই প্রকল্পে মাসে ৫০০ টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা। আর তফসিলি জাতি এবং উপজাতি ভুক্ত মহিলাদের জন্য ১০০০ টাকা করে দেওয়া হত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে।
তবে এই টাকার পরিমাণ সম্প্রতি ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা। আর যারা ৫০০ টাকা করে পেতেন তারা পাচ্ছেন ১০০০ টাকা। আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হল সরকারের তরফে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের ২৫ বছর থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতিমাসে ভাতা পাওয়ার সুযোগ পান। এমন ভাতা পাওয়ার জন্য তাদের আবেদন জানাতে হয়।
আবেদন জানানোর ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যে সকল দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয় সেই সকল ক্যাম্পে গিয়ে সহজেই আবেদন করা যায়।
এছাড়াও এখন আবেদন পদ্ধতিকে আরো সহজ করার জন্য সারা বছরই বিডিও অফিস, এসডিও অফিস, পৌরসভার বোরো অফিসে আবেদন করার সুযোগ রয়েছে।
বর্তমানে ২ কোটি ১৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সংখ্যা আগামী দিনে আরো বাড়তে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।
কেন না নতুন করে হাজার হাজার আবেদন এসে গিয়েছে। অন্যদিকে যে সকল আবেদন পড়ে রয়েছে সেই সকল আবেদন নিয়েও আগামী ডিসেম্বর মাস থেকে কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। ফলে যে সকল মহিলারা এখনো পর্যন্ত এই একটি ভাতা থেকে বঞ্চিত তাদের কপাল খুব তাড়াতাড়ি খুলে যাবে বলেই আশা করা হচ্ছে।