- Home
- West Bengal
- West Bengal News
- লক্ষ্মীর ভাণ্ডার রীতিমত তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 'মিথ্যা প্রচার '- কেন বললেন মুখ্যমন্ত্রী
লক্ষ্মীর ভাণ্ডার রীতিমত তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 'মিথ্যা প্রচার '- কেন বললেন মুখ্যমন্ত্রী
- FB
- TW
- Linkdin
লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে ১ হাজার আর তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হয়।
লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা
মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিলেন। ক্ষমতায় আসার পর তিনি এই প্রকল্পের টাকা দিতে শুরু করেন। রাজ্যে তো বলেই গোটা দেশে জনপ্রিয় এই সরকারি প্রকল্প।
ভিন রাজ্যে জনপ্রিয়তা
রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জনপ্রিয়তার ওপর ভর করেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর বিপুল ভোটে একের পর এক নির্বাচনে জয়ী হচ্ছে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তার কথা গোটা দেশেই ছড়িয়েছে।
ভিন রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার
এই প্রকল্পের জনপ্রিয়তার দেখে ওড়িশা, পঞ্জাব সহ একাধিক রাজ্যের ভোটে উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা। ওড়িশা সরকার ইতিমধ্যে মহিলাদের এজাতীয় প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে।
মহারাষ্ট্রের ভোট প্রচারেও লক্ষ্মীর ভাণ্ডার
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় মহিলাদের আর্থিক অনুদান দেওয়ার প্রকল্পের কথা উঠছে। শিণ্ডে সরকার লডকি বহিন নামে প্রকল্প চালু করেছে। পাল্টা টাকা বাড়ানোর কথা মহা বিকাশ আগাড়ির।
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতার দাবি
এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় দাবি করেন। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেয় একমাত্র বাংলার সরকার। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে।
মমতার বার্তা
সোমবার বাগডোগরা বিমান বন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মহারাষ্ট্রের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। ভারতের অন্য কোনও রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো মাসে মাসে টাকা দেওয়া হয় না।
মমতার দাবি
মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছেন প্রচার আর প্রতিশ্রুতির জন্য রাজনৈতিক দলগুলি লক্ষ্মীর ভাণ্ডারের মত প্রকল্প নিয়ে অসত্য প্রতিশ্রুতি দিচ্ছে। তবে মহারাষ্ট্র নিয়ে আলাদা করে কিছু বলেননি মমতা।
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রসঙ্গ
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক নেতা জানিয়েছেন ২০২৬ সালের নির্বাচনের পর আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে। কিন্তু তাই নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার কিছুই ঘোষণা করেনি।
পাহাড় সফরে মমতা
আজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাাহাড় সফর শুরু। তিনি ফিরবেন শুক্রবার।