কোলাঘাট সমবায় নির্বাচনে ধরাশায়ী তৃণমূল, বিপুল ভোটে জয়লাভ বাম-কংগ্রেস জোটের

কোলাঘাট ব্লকের সাগরবাড় সমবায় নির্বাচনে জয়লাভ করল বাম-কংগ্রেস প্রগতিশীল মোর্চা | তৃণমূল একেবারে ধরাশায়ী হয়েছে এই নির্বাচনে | 

 

/ Updated: Nov 13 2022, 01:17 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোলাঘাট ব্লকের সাগরবাড় সমবায় নির্বাচনে জয়লাভ করল বাম-কংগ্রেস প্রগতিশীল মোর্চা | তৃণমূল একেবারে ধরাশায়ী হয়েছে এই নির্বাচনে | মোট ৪৩টি আসনের মধ্যে বাম-কংগ্রেস প্রগতিশীল মোর্চা পেয়েছে ৩৮টি আসন | এই ভোটে তৃণমূল পেয়েছে ৪টি আসন এবং বিজেপি ১টি আসন পেয়েছে | মোট ভোটার ছিল ১০৬৭টি, মোটের উপর প্রায় ৯৫ শতাংশ ভোট পড়েছে | ফল ঘোষণার পর গত নির্বাচনের মতোই ফের জয়লাভ করেছে বাম-কংগ্রেস জোট |