পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে বাম -বিজেপি জোটের জয়জয়াকার , কটাক্ষ তৃনমূলের
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে বাম ও বিজেপি। মোট ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করেছে তারা ।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জোট বাঁধে বাম ও বিজেপি | হাতে হাত মিলিয়ে 'সমবায় বাঁচাও মঞ্চ' গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় তারা | ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন | ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট | রবিবার বাকি ১১টি আসনে নির্বাচন হয় | এই ১১টি আসনেই জিতেছে জোট | অন্য দিকে এই জয়কে কটাক্ষ করেছে তৃণমূল |