সংক্ষিপ্ত
শুধু ভারতেই নয়, দেশের বাইরেও অত্যন্ত শ্রদ্ধেয় সংস্থা রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘ। কিন্তু এবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর রোষের মুখে এই দুই সংস্থার মহারাজদের একাংশ।
হুগলির গোঘাটে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাম করে ভারত সেবাশ্রম সংঘের এক মহারাজ ও আসানসোলের রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর দাবি, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের একাংশ সরাসরি রাজনীতি করছেন। মমতা এদিন বলেন, ‘সব সাধু সমান হয় না। সব সজ্জন সমান হয় না। ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। তারা দীর্ঘদিন ধরে আমার শ্রদ্ধার তালিকায় আছে। কিন্তু বহরমপুরে একজন মহারাজ আছেন। তিনি বলছেন, ’তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না।' এই লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতি করে দেশের সর্বনাশ করে দিচ্ছেন। কে কী করছেন আমি চিহ্নিত করছি।' মমতার নিশানায় যে মহারাজ, তাঁর নাম কার্তিক মহারাজ।
রামকৃষ্ণ মিশনের মহারাজদের ভূমিকাতেও ক্ষুব্ধ মমতা
রামকৃষ্ণ মিশন সম্পর্কে মমতা বলেছেন, 'দিল্লি থেকে নির্দেশ আসে। বলে, বিজেপি-কে ভোট দিতে বলো। একটা-দুটো এরকম আছে। কিন্তু সাধু-সন্তরা কেন এরকম করবেন? রামকৃষ্ণ মিশন তো ভোট দেয় না। তাহলে কেন অন্যদের ভোট দিতে বলবে? আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি কি রামকৃষ্ণ মিশনকে সাহায্য করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, তখন আমি ওদের সাহায্য করেছিলাম। মা-বোনেরা আসত, তরকারি কেটে দিত। সিপিএম আমাদের কাজ করতে দিত না। রামকৃষ্ণ মিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যাঁরা দীক্ষা নেন সেই গ্রুপে থাকেন। কেউ কেউ নিয়ম লঙ্ঘন করছেন।'
ভোটে মমতার আক্রমণের প্রভাব পড়বে?
ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের সদস্য সংখ্যা প্রচুর। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সরাসরি নাম করে সংঘ ও মিশনকে আক্রমণে অনেকেই ক্ষুব্ধ হতে পারেন। লোকসভা নির্বাচনে এখনও ৩ দফার ভোটগ্রহণ বাকি। সেই ভোটে প্রভাব পড়তে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Sandeshkhali: জেল থেকে বেরিয়েই সন্দেশখালির মাম্পির হুমকি মমতাকে, 'হারিয়ে দেখাব'
INDIA Bloc: মমতার পাশে কংগ্রেসের খাড়গের বড় বার্তা, দল ছাড়ার কথায় অধীরের পাল্টা হুংকার