সংক্ষিপ্ত
জানা গিয়েছে সকাল ৯টা পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী বাংলায় বিজেপি এগিয়ে ১৪টি আসনে, তৃণমূল এগিয়ে ১৫টি আসনে, বামেরা এগিয়ে ১টি আসনে, কংগ্রেস এগিয়ে ২টি আসনে।
দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আজই জানা যাবে দিল্লির কুর্সি কার হাতে যেতে চলেছে। প্রাথমিক ট্রেন্ড বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ১৭১টি আসনে। জানা যাচ্ছে গণনা শুরু হয়েছে সকাল আটটায়। কথা অনুযায়ী, ৪ জুন সকালে প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়। পোস্টাল ব্যালট গণনা শুরুর আধঘণ্টা পর থেকে শুরু হয়েছে ইভিএম খোলা। প্রথম এক ঘণ্টার প্রবণতা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ১৭১টি আসনে। ‘ইন্ডিয়া’ এগিয়ে ৬৮টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে।
ইতিমধ্যেই এক্সিট পোলের আভাস জয়ের হ্যাটট্রিক করতে চলেছে মোদী সরকার। আর এরপর থেকেই বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগেই উদযাপন শুরু করে দিয়েছেন তাঁরা। এদিকে রাজ্যে সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তারা।
জানা গিয়েছে সকাল ৯টা পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী বাংলায় বিজেপি এগিয়ে ১৪টি আসনে, তৃণমূল এগিয়ে ১৫টি আসনে, বামেরা এগিয়ে ১টি আসনে, কংগ্রেস এগিয়ে ২টি আসনে।
বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল
বীরভূমে এগিয়ে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য
বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল
দমদমে এগিয়ে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত
ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব
যাদবপুরে এগিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
জয়নগরে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল
কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়
কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায়
রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান
রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল
মালদা উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু
পুরুলিয়ায় এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো
ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম
কলকাতা উত্তরে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় ।
যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ
১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৪৭ দিন ধরে দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৪ কোটি মানুষ। দিল্লির দরবারে কাকে চায় ভারত? জানা যাবে, মঙ্গলবার, ৪ জুন। সকাল ৮টায় শুরু ভোট গণনা। সেদিকে নজর ভারত তথা গোটা বিশ্বের।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।