'সবথেকে বেশি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তুলেছে বিজেপি', অভিযোগ মহম্মদ সেলিমের

নির্বাচনী বন্ড নিয়ে কেন্দ্রকে তোপ সিপিএম-এর । মহম্মদ সেলিম বলেন বিজ্ঞাপণের মোড়কে দুর্নীতিকে চাপা দেওয়া হয়েছে। রাজ্যে কাটমানি আর কেন্দ্রে নির্বাচনী বন্ড। বিজেপি তোলাবাজিকে আইন সম্মত করেছে বলেও অভিযোগ।

/ Updated: Mar 17 2024, 10:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নির্বাচনী বন্ড নিয়ে কেন্দ্রকে তোপ সিপিএম-এর । মহম্মদ সেলিম বলেন বিজ্ঞাপণের মোড়কে দুর্নীতিকে চাপা দেওয়া হয়েছে। রাজ্যে কাটমানি আর কেন্দ্রে নির্বাচনী বন্ড। বিজেপি তোলাবাজিকে আইন সম্মত করেছে বলেও অভিযোগ। তিনি আরও বলেন, পরিবেশ আইন মানা হচ্ছে না উন্নয়নের নামে। বরাত পাওয়া আর পরিবেশের ক্ষতির জন্যই নির্বাচনী বন্ডকে কাজে লাগিয়েছে বিজেপি। তিনি আরও বলেন, সবথেকে বেশি টাকা নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তুলেছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস।