৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন, AA পেয়েছে ৯ হাজার ৯৬১ জন, A+ পেয়েছে ২৪ হাজার ৬৪৩ জন, A পেয়েছে ৮৩ হাজার ৮০৭ জন।
- Home
- West Bengal
- West Bengal News
- Madhyamik 2024 Result: মাধ্যমিক ২০২৪- পাশের হার ৮৬.৩১ শতাংশ, মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন
Madhyamik 2024 Result: মাধ্যমিক ২০২৪- পাশের হার ৮৬.৩১ শতাংশ, মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২রা ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ তারিখ। পরীক্ষায় একাধিক বদল ছিল। বিশেষ করে সময়ে পরিবর্তন করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয় পরীক্ষা। এই বছর প্রায় সাড়ে ৯ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। অনলাইনের মাধ্যমে দুটি ওয়েবসাইটে ফল জানতে পারবেন। একটি হল wbresults.nic.in এবং অন্যটি wbbse.wb.gov.in। এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গিয়েও পরীক্ষার্থীরা ২০২৪ সালের মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও দেখা যাবে রেজাল্ট। আর সেটি হল - madhyamik result 2024। এছাড়াও আরও বেশ কয়েকটি অ্যাপ রয়েছে। wbresults.nic.in এবং wbbse.wb.gov.in। যে কোনও একটি অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ফলাফল জানা যাবে। রেজাল্টের দিন ওয়েবসাইটগুলি অ্যাক্টিভেট করা হবে। সেখানে WBBSE মাধ্যমিক রেজাল্ট ২০২৪ অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে রোল নম্বর এবং ডেট অব বার্থ দিতে হবে। কনফার্ম করলেই স্ক্রিনে ভেসে উঠবে। তা ডাউনলোড করে সহজেই রেখে দিতে পারবেন।
- FB
- TW
- Linkdin
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।
মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের চন্দ্রচূড় সেন (৬৯৩)
মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু (৬৯২)
মাধ্যমিকে তৃতীয় হয়েছেন দঃ দিনাজপুরের উদয়ন প্রসাদ, বীরভূমের পুস্পিতা বাঁশুরি, দঃ২৪ পরগণা থেকে নৈঋত রঞ্জন পাল (৬৯১)
মাধ্যমিকে চতুর্থ হয়েছেন হুগলির তপোজ্যোতি মন্ডল (৬৯০)
মাধ্যমিকে পঞ্চম হয়েছেন পূর্ব বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক (৬৮৯)
মাধ্যমিক ২০২৪-এ পাশের হারে এগিয়ে কালিম্পং, তারপর পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে কলকাতা
মাধ্যমিকে এবছর পাশ করেছে ৮৬.৩১ শতাংশ। পাশ করেছেন ৭ লক্ষ ৬২ হাজার ২৫২ জন
সাংবাদিকদের মুখোমুখি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ২০২৪-এর মাধ্যমিকের ফল ঘোষণা করছেন তিনি।
আজ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে। এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী।
এবারে ৭ লাখ ৬৫ হাজারের মতো পরীক্ষার্থী এবার পাশ করেছেন পরীক্ষায়।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২রা ফেব্রুয়ারি থেকে। শেষ হয় ১২ তারিখ। পরীক্ষায় একাধিক বদল ছিল। বিশেষ করে সময়ে পরিবর্তন করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয় পরীক্ষা।