বাবা পরিযায়ী শ্রমিক, BDO হয়ে দুঃখ ঘোচালেন মালদার হরিশ্চন্দ্রপুরের ছেলে কেশব দাস
বিডিও হচ্ছেন পরিযায়ী শ্রমিকের ছেলে। ছেলেকে পড়াশোনা করাতে নিজের কানের দুল বিক্রি করেছিলেন মা। BDO হয়ে দুঃখ ঘোচালেন 'সোনার ছেলে'।
বিডিও হচ্ছেন পরিযায়ী শ্রমিকের ছেলে। ছেলেকে পড়াশোনা করাতে নিজের কানের দুল বিক্রি করেছিলেন মা। BDO হয়ে দুঃখ ঘোচালেন 'সোনার ছেলে'। মালদা জেলার হরিশচন্দ্রপুরের ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের হরদমনগরের ছেলে কেশব দাস। কঠোর পরিশ্রমের জোরে WBCS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। WBCS একজিকিউটিভ 'A' বিভাগে বাংলা ২৭তম স্থান অধিকার করেছেন। BDO-র পদে শীঘ্রই দায়িত্ব পেতে চলেছেন। কেশবের পরিবারে আজ খুশির হাওয়া। এলাকাবাসীরাও আসছেন ফুল ও মিষ্টি নিয়ে। কেশবের সাফল্যের কাহিনী আজ সকলের মুখে।