মাস ফুরালেই পঞ্চায়েত নির্বাচন, সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক মালদার হরিশ্চন্দ্রপুরে
জরাজীর্ণ বাসের সাঁকোর কারনে কয়েক হাজার বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। পাকা সেতুর দাবিতে হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামের বাসিন্দারা ।
মাস ফুরালেই পঞ্চায়েত নির্বাচন । নমিনেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে । আর এই পরিস্থিতিতে সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা । ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মেহেরপুর এলাকায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মেহেরপুর এলাকায় একটি বারোমাসিয়া নদী আছে । হরিশ্চন্দ্রপুর যেতে গেলে সেই নদীর উপর দিয়েই যেতে হয় । বর্তমানে ওই নদীর উপর একটি বাসের সাঁকো আছে । ওই সাঁকোর জরাজীর্ণ দশার কারণে কয়েক হাজার বাসিন্দা দুর্ভোগে পড়েছেন। পাকা সেতু নির্মাণ না হলে তারা ভোট বয়কট করবেন । মেহেরপুর গ্রামের বাসিন্দারা হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন ।