পাগল বলায় সৎ মা-কে হাসুয়া দিয়ে কোপ, ব্যাপক চাঞ্চল্য মালদহের চাঁচলের মহানন্দপুর গ্রামে
পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম মহিলার নাম আফসারী খাতুন । চিকিৎসার জন্য চাঁচল হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে ।
সৎ মাকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে | ব্যাপক চাঞ্চল্য মালদহের চাঁচলের মহানন্দপুর গ্রামে | পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম মহিলার নাম আফসারী খাতুন । চিকিৎসার জন্য চাঁচল হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে । পরিবারের অভিযোগ, মিস্টার আলী মানসিক ভারসাম্যহীন। তার সৎ মা আফসারী খাতুন তাকে পাগল বলে । অপমান সহ্য করতে না পেরে সৎ-মায়ের উপর চড়াও হয় মিস্টার আলী । তারপর এলোপাথাড়ি হাসুয়ার কোপ বসায় ।