'অরিজিৎ হাসপাতাল গড়তে চায়, যা-যা সাহায্য লাগবে আমরা করব' জানালেন মমতা
‘মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ খুব ভালো গান করে। আজ সারা বিশ্বের গর্ব। অরিজিৎ বলেছেন, জঙ্গিপুরে একটি হাসপাতাল গড়তে চাই। আমি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলছি, তুমি হাসপাতাল কর। যা-যা সাহায্য লাগবে, জঙ্গিপুরেও যদি তুমি করতে চাও। আমরা সাহায্য করব।’
'মুর্শিদাবাদ জেলার ছেলে অরিজিৎ খুব ভালো গান করে। আজ সারা বিশ্বের গর্ব। অরিজিৎ বলেছেন, জঙ্গিপুরে একটি হাসপাতাল গড়তে চাই। আমি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলছি, তুমি হাসপাতাল কর। যা-যা সাহায্য লাগবে, জঙ্গিপুরেও যদি তুমি করতে চাও। আমরা সাহায্য করব।' অরিজিৎ মা-মাটি-মানুষের ছেলে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'অরিজিৎ মাটিতে পা রেখে চলেন। ওর কোনও অহঙ্কার নেই। ওর নিজের গুণ-ই সবচেয়ে বড় অহঙ্কার, অলঙ্কার।'