'সিবিআই-ইডি-র তদন্ত হওয়া উচিত' গুজরাত সেতু-বিপর্যয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিশন গঠনের দাবি মমতার

বুধবার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই চেন্নাই রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। গুজরাট ইস্যুতে শোকপ্রকাশ করে তিনি বলেন, "গুজরাটের ঘটনায় আমি ব্যথিত।

/ Updated: Nov 02 2022, 06:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে আমন্ত্রণে চেন্নাই চেন্নাই রওনা দিলেন মুখ্যমন্ত্রী ম মতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। গুজরাট ইস্যুতে শোকপ্রকাশ করে তিনি বলেন, "গুজরাটের ঘটনায় আমি ব্যথিত। আমার ইচ্ছে ছিল ঘটনাস্থলে যাওয়ার। যেতে পারতামও, কিন্তু আমি গেলেই বলা হবে রাজনীতি করতে এসেছি। তবে সুযোগ হলে অবশ্যই যাব।" পাশাপাশি এদিন সেতু নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁদের যথাযথ শাস্তির দাবিও করেন তিনি। ব্রিজ বিপর্জয় ইস্যুতে কোনও রাজনৈতিক তরজা চান না বাংলার মুখ্যমন্ত্রী। বরং বলেন, "আমি এই ঘটনায় কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না। এখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। ব্রিজ ভেঙে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। এখনও অনেকের খোঁজ মেলেনি। আরও কত মৃত্যু সংবাদ পাবো জানি না। আমাদের বাংলারও এক তরুণের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আমি মর্মাহত।" পাশাপাশি মমতার সংযোজন, "এই ঘটনা নিয়েও রাজনীতি করা হচ্ছে। এরা ক্রিমিনাল। মানুষের প্রাণ নিয়ে খেলছে। যারা এসব ব্রিজ বানায় তাদের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের দরকার। এইবেলা কেন ইডি সিবিআই চুপ? কেন এই ক্রিমিনালদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না?"

Read more Articles on