'রাজ্যের কাজ করে কেন্দ্রীয় হারে ডিএ! এটা হয় না' ডিএ নিয়ে প্রশ্ন তুললেন মমতা

'রাজ্যের কাজ করে কেন্দ্রীয় হারে ডিএ! এটা হয় না' ডিএ নিয়ে প্রশ্ন তুললেন মমতা। আলিপুর কোর্টে আইনজীবীদের নিয়ে একটি অনুষ্ঠানে মন্তব্য করেন মমতা। মমতা বলেন, ‘রাজ্য সরকারে পে কমিশন অনুযায়ী সব চলে।’

/ Updated: Mar 14 2023, 06:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

'রাজ্যের কাজ করে কেন্দ্রীয় হারে ডিএ! এটা হয় না' ডিএ নিয়ে প্রশ্ন তুললেন মমতা। আলিপুর কোর্টে আইনজীবীদের নিয়ে একটি অনুষ্ঠানে মন্তব্য করেন মমতা। মমতা বলেন, 'রাজ্য সরকারে পে কমিশন অনুযায়ী সব চলে। ষষ্ঠ বেতন কমিশনের টাকা দিয়েছি আমরা। কিন্তু আপনারা যদি বলেন, রাজ্যের কাজ করবেন, আর মহার্ঘ ভাতা নেবেন কেন্দ্রীয় সরকারের হারে, তা তো হয় না! কেন্দ্রের স্কুলের বেতনের পরিকাঠামো আলাদা। রাজ্যের আলাদা। ক্ষমতা থাকলে আমরা অবশ্যই, ভালবেসে দেব। সিপিএম ৩৩ শতাংশ দিয়েছিল। আমরা এসে ১০৬ শতাংশ দিয়েছি। ২০১৯ সালে পে কমিশনের সুপারিশে পুরোটাই দিয়েছি। পাশাপাশি স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার চলছে, বিনা পয়সায় স্কুল চলছে, ইউনিফর্ম দেওয়া হচ্ছে, পেনশন হচ্ছে, বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে, আর কত করতে পারে একটা সরকার!'