সংক্ষিপ্ত
যতদিন আছেন ততদিন তিনি শেষ সিদ্ধান্ত নেবেন, বিধানসভায় দলের রাশ নিজের হাতে রাখার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি শেষ কথা! দলের রাশ নিজের হাতে রাখার কথাও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি 'আমি নয় আমরায় বিশ্বাসী। বিশ্বাস করেন টিমওয়ার্কে।' তার মাত্র দুই দিন পরেই সম্পূর্ণ উল্টো কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তৃণমূলের শেষ সিদ্ধান্ত আমি'।
উপনির্বাচনে জয়ী রাজ্যের ৬ তৃণমূল বিধায়ককে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরই মমতা বিধানসভায় নৌসাদ আলি কক্ষে বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। তৃণমূল সূত্র্র খবর, সেখানেই মমতা বব্দ্যোরাধ্য়ায় দলের রাশ নিজের হাতে রাখার কথা জানিয়ে দেন। তিনি বলেন, যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয়ে শেষ সিধ্দান্ত তিনি নেবেন। তিনি আরও বলেন, কে কী বলেছে তা নিয়ে আপাতত চিন্তা করার কিছু নেই। জনসংযোগ বাড়াতেও বিধায়কদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যা।
তৃণমূল সূত্রের খবর, দলের প্রবীণ কয়েক জন নেতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব একটা সমৃণ নয়। সেই বিষয়েও নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর মমতা বিধায়কদের বৈঠতে বলেছেন, সুব্রত বক্সি আর তিনি মিলেই দল চালিয়ে নিতে পারবেন। যদিও আগেই মমতা ইঙ্গিত দিয়েছিলেন তিনি বাংলার রাজনীতির দায়িত্ব আপাতত কাউকে দিচ্ছেন না। অভিষেককে দিল্লিতে গুরুদায়িত্ব দিয়ে সেই ইঙ্গিত দিয়েছিলেন।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জন্মদিনেই স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি তৃণমূলের সংগঠন নিয়ে একটি খসড়া মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দিয়েছিলেন। সেখানেই দলের বড় রদবদলের কথা রয়েছে। তারপর মমতা কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডাকেন। কিন্তু সেখানে রদবদলে প্রসঙ্গ ওঠেনি। আর এদিন মমতা বিধানসভা নিজের দলের বিধায়কদের সামনেই স্পষ্ট করে দেন তিনি দলের ভরকেন্দ্র।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।