- Home
- West Bengal
- West Bengal News
- Rain Forecast: সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে ভাসবে এই জেলাগুলি, তবে কলকাতায় রবিবার দুর্যোগের সম্ভাবনা
Rain Forecast: সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে ভাসবে এই জেলাগুলি, তবে কলকাতায় রবিবার দুর্যোগের সম্ভাবনা
- FB
- TW
- Linkdin
ঘূর্ণাবর্ত সক্রিয়
উত্তর-পশ্চিন উত্তর প্রদেশের ওপর থেকে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সেখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে পশ্চিমবঙ্গ পর্যন্ত। সেই অক্ষরেখা দক্ষিণ-পূর্ব, দক্ষিণ বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিমের ওপর দিয়ে গিয়েছে।
ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টি
ঘূর্ণাবর্তের কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জলীয় বাষ্প ঢুকছে
ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। তাই প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবার বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কমলা সতর্কতা জারি
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার- এই তিনটি জেলায় জারি করা হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা।
শনিবার বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দিন দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রবিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি
রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতার আবহাওয়া
আগামী কয়ের দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে অস্বস্তি বজায় থাকবে।
তাপপ্রবাহের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের একাংশে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। সংলগ্ন এলাকাগুলিতে উষ্ণ ও আর্দ্র অবহাওয়া থাকবে বলেও জানিয়েছে।
বর্ষা ঢুকেছে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কেরলে বর্ষা ঢুকেছে। সময়ের আগেই বর্ষা ঢুকেছে। তবে রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি কবে থেকে তা এখনও জানায়নি।