'সন্দেশখালির সাধারণ মানুষ প্রতিবাদ করলেই পুলিশ অত্যাচার করছে', অভিযোগ মীনাক্ষীর
সাধারণ মানুষের হকের কথাও প্রকাশ্যে আনতে বাধা দিয়েছে পুলিশ। তারই প্রতিবাদে এসপি অফিসে স্মারকলিপি জমা দেয় প্রতিবাদীরা। মীনাক্ষী বলেন, সন্দেশখালির যে সাধারণ মানুষরা প্রতিবাদ করছে তাদের ওপর পুলিশ অত্যাচার করছে।
সন্দেশখালির মানুষের কষ্টের কথা জানতে পেরেছে ডিওয়াইএফআই নেতৃত্ব। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বাম যুব সংগঠনের সদস্যরা এদিন সন্দেশখালি যায়। ১৪৪ ধারা শুধুমাত্র বাম যুবদের জন্য প্রযোজ্য বলে অভিযোগ সাংবাদিক সম্মেলনে। পুলিশ তাদের সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেয়নি। ঘুরতে দেয়নি। সাধারণ মানুষের হকের কথাও প্রকাশ্যে আনতে বাধা দিয়েছে পুলিশ। তারই প্রতিবাদে এসপি অফিসে স্মারকলিপি জমা দেয় প্রতিবাদীরা। মীনাক্ষী বলেন, সন্দেশখালির যে সাধারণ মানুষরা প্রতিবাদ করছে তাদের ওপর পুলিশ অত্যাচার করছে। তাদের সামনে যারা অভিযোগ করেছে তাদের ওপর যদি অত্যাচার করা হয় তাহলে তার জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে। দলের কর্মীকে যাকে কোনও কর্মী বিরক্ত না করে তারও হুঁশিয়ারি দিয়েছেন মিনাক্ষী।