Kaliganj Vote: উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতেই বিজয় মিছিল বার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ সেই মিছিল থেকেই সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। 

রক্ত ঝরলো রাজ্যে উপনির্বাচনেও। কালীগঞ্জে মর্মান্তিক ঘটনা। বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক ১৪ বছরের নাবালিকার। স্থানীয়দের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে সিপিএম-র কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । সেই বিস্ফোরণেই মৃত্যু হয় ১৪ বছরের একটি মেয়ের। এই ঘটনার পরই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি দোষীদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতেই বিজয় মিছিল বার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ সেই মিছিল থেকেই সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনাটি ঘটে কালীগঞ্জের মেলেন্দি এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার সময়ই বাড়ি ফিরছিল নাবালিকা। রাস্তাতেই বোমার আঘাতে মৃত্যু হয় নাবালিকার। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। নাবালিকা চতুর্থ শ্রেণির পড়ুয়া ছিল।

কালীগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলে সরব হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ঘটনার নিন্দা করেছেন। যদিও তৃণমূল কংগ্রেস এই বোমা ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে।

তৃণমূল নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে। দোষীরা যাতে ছাড়া না পায়। তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে। এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ বলেন, এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়।